প্রতিষ্ঠান সম্পর্কে

আধুনিক ড্রাইভিং স্কুল ও সুষ্ঠ পরিবেশের অভাবে অনেকের ড্রাইভিং শিখার আগ্রহ থাকা সত্বেও তারা ড্রাইভিং শিখতে পারছেন না, এক ই কারনে মহিলারাও ড্রাইভিং শিখতে পারছেন না।আমাদের প্রতিষ্ঠানে ড্রাইভিং শেখার সকল প্রকার ব্যবস্থা আছে. আমাদের এখানে দক্ষ্য ড্রাইভিং ইন্স্ট্রাক্টর দ্বারা প্রশিক্ষন দেওয়া হয় ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা থিউরিটিক্যাল ক্লাস করানো হয় এছাড়াও আমাদের নিজস্ব ওয়ার্কসপে হাতে কলমে ইঞ্জিন সম্মন্ধে ধারনা দিয়ে থাকি।আশা করি আপনি ও আপনার পরিবারের সবাই ড্রাইভিং প্রশিক্ষন গ্রহণ করে দক্ষ চালক হিসাবে আত্তনির্ভর হবেন এবং আমাদের প্রচেষ্টা সাথর্ক করতে সহায়তা করবেন,ধন্যবাদ ।
image
image

মাসুক আহমেদ

আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমাদের প্রতিষ্ঠান থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ড্রাইভিং মানেই সবার সেবা করা, মনে রাখবেন আপনি যেভাবে নিজের সেবা করছেন তেমনি দেশেরও সেবা করছেন, তাই তারাহুরা না করে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো সবচেয়ে উত্তম, হতে পারে একটি এক্সিডেন্ট দেশের এবং নিজের জন্য অনেক ক্ষতির কারন, তাই আসুন আজই সবাই নিয়ত করি তারাহুরা করে গাড়ি চালাবো না নিজের ক্ষতি করবো না, আর ড্রাইভিং স্কুল মানেই সবাইকে ভালো চালক বানানোর চেষ্টা করা, আর এ ব্যাপারে আমরা আপনাদের কে দিতে পারি উন্নত মানের সেবা, যেখানেই ড্রাইভিং শিখুন না কেনো আগে সেই প্রতিষ্ঠান অথবা শিক্ষক কেমন খবর নিন তারপর শিখার জন্য অল্প টাকার যে কোর্সটি আছে সেটি নিন তাহলেই বুঝতে পারবেন প্রতিষ্ঠান কেমন অথবা শিক্ষক কেমন, আজকাল সব জায়গায় শিখার ব্যবস্তা আছে কিন্তু......... কথায় কাজে কি মিল আছে সেটা বুঝার সাধ্য কারো নাই, ধন্যবাদ