ABS ব্রাক, যদি ইলেক্ট্রিক ব্রাক কাজ না করে তা হলে এই বাত্বি জ্বলে যাবে, তখন যদি নন হাইব্রিড গাড়ি হয় ব্যাটারির লাইন খুলে আবার লাগিয়ে চেক করা যেতে পারে টিক হয়েও যেতে পারে
চেক লাইট যদি তৈল দ্বারা চালিত গাড়িতে জ্বলে থাহলে যে কোন ইলেক্ট্রিক সমস্যা আছে তাহা স্কেনার দ্বারা চেক করাতে হবে, আর যদি গ্যাস চালিত হয় তাহলে সমস্যা নাই
ব্যাটারির চিহ্নটি যদি গাড়ি চলন্ত অবস্তায় জ্বলে থাহলে চার্জিং ডায়নোমা ব্যাটারিকে চার্জ দিচ্চে না আমরা চালক হিসাবে সামনের বনেট খুলে ফিউজ চেক করতে পারি, এতে গাড়ি টিক হতেও পারে, যদি না হয় থাহলে ইঞ্জিনিয়ার দেখান আরোও জানতে
যদি গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয় তাহলে এই চিহ্নটি জ্বলে উটবে, থখন শুধু বনেট খলে ১৫-২০ মিনিট অপেক্ষা করে তারপর রেডিওটারের মুখ খোলা যাবে আর যদি সাথে সাথে খুলে পানি দেয়া হয়, হেড গাস্কেট নষ্ট হয়ে যাবে, আরও জানতে
হেন্ড ব্রাক, যদি গাড়ি দ্বারা অবস্তায় এই বাতি জ্বলে তাহলে হ্যান্ড ব্রাক নামাতে হবে, আর যদি চলন্ত অবস্তায় জ্বলে থাহলে মাষ্টার সিলিন্ডার এর ব্রাক ওয়েল চেক করতে হবে, কারন ব্রাক ওয়েল কমে গেলে এই বাতি জ্বলে